আর্থিক প্রতরণার শিকার স্কুল শিক্ষিকা।

0
262

আবদুল হাই,বাঁকুড়াঃ আর্থিক প্রতারণার শিকার এক স্কুল শিক্ষিকা। দু’দফায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৩ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি, খাতড়ার হেত্যাশোল সম্মিলনী হাই স্কুলের পার্শ্বশিক্ষিকা দীপিকা মাহাতোর। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষিকার তরফে ইতিমধ্যে খাতড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে।

বুধবার পার্শ্বশিক্ষিকা দীপিকা মাহাতো বলেন, একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের খাতড়া শাখায় তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে গত ৮ সেপ্টেম্বর ১০ হাজার টাকা ও ১২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরো তিন হাজার টাকা কেউ বা কারা তুলে নেয়। বিষয়টি ‘প্রতারণা’ দাবি করে খাতড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বলে তিনি জানান।