কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে গেট মিটিং করল বিজেপির চা বাগান সংগঠন বি টি ডাব্লু ইউ ।

0
266

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চা শ্রমিকদের বিভিন্ন দাবিতে বুধবার সকালে কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে গেট মিটিং করল বিজেপির চা বাগান সংগঠন বি টি ডাব্লু ইউ । চা শ্রমিকদের নূন‍্যতম মজুরি চালু,জমির পাট্টা প্রদান সহ একাধিক দাবিতে এদিন বিটিডাব্লুইউ এর পক্ষ থেকে গেট মিটিং করা হয় ভাতখাওয়া চা বাগানে। এদিনের ওই গেট মিটিং বিটিডাব্লুইউ এর কালচিনি ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।