থিমের মন্ডপ সজ্জার কাজে ব্যস্ত শিল্পী,স্বনির্ভর হচ্ছেন নন্দকুমারের যুবকরা।

0
225

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :– আর মাত্র কয়েকটা দিন পর পুজোর মরসুম শুরু। বিশ্বকর্মা পুজো থেকে দূর্গা, লক্ষ্মী, কালি সহ অন্যান্য দেব দেবির পুজোর থিমের মন্ডপ সাজাতে ব্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের যুবক রাজেশ প্রধান। নন্দকুমার পঞ্চায়েত সমিতি সামনে রাজেশের একটি ওয়ার্কশপ রয়েছে। সেই ওয়ার্কশপে এলাকার ২৫/৩০ জন যুবক কাজ করে থাকেন। সোলার বিভিন্ন ধরনের মুর্তি, ফুল, পাখি, সহ অন্যান্য আকর্ষণীয় মন্ডপ সজ্জার কাজ করে থাকে। শুধু পূর্ব মেদিনীপুর জেলায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় তাদের তৈরি থিমের মন্ডপ সেজে উঠছে। কাজ না পাওয়া যুবকরা যখন দিশাহারা হয়ে ঘুরছে তখন তাদের হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর করে তোলার চেস্টা করে চলেছে রাজেশ। রাজেশ জানায়, সারা বছর ধরে কম বেশি কাজ হলেও পুজোর সময় কাজের চাপ বেড়ে যায়। ফলে রাত দিন কাজ করতে হয়। অপর এক শিল্পী শিবরাম সাহু বলেন, আমাদের তৈরি মন্ডপ যখন হাজার হাজার মানুষ দেখতে ভীড় জমায় তখন আমাদের খুব ভালো লাগে। তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। শোলা আর প্লাস্টিক জাতীয় পেপার কেটে সুন্দর সুন্দর মুর্তি, পশু পাখি, ফুল, আল্পনার মধ্য দিয়ে থিমের মন্ডপ সাজিয়ে তোলা হয়। এক একজন শিল্পী কাজ করে মাসে প্রায় ২০/২৫ হাজার টাকা উপার্জন করে থাকেন করোনার কয়েকটা বছর একটু খারাপ সময় কাটলেও বর্তমান সময়ে সুদিন ফিরেছে। প্রচুর কাজের অর্ডার। তাই একটুও সময় নষ্ট না করে কাজ করে চলেছেন শিল্পীরা।।