শহর বর্ধমানের ১০ নং ওয়ার্ডের ৩নং ইছলাবাদ আমবাগান এলাকার একটি পুকুর দীর্ঘ দিন সংস্কারের অভাবে বন জঙ্গল হয়ে পরে আছে।

0
164

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে পুকুর পরিণত হয়েছে বন জঙ্গলে।
বাড়ছে সাপের উপদ্রব। বাড়ছে ডেঙ্গু ও অন্যান্য পতঙ্গ বাহিত রোগের সম্ভবনা।
শহর বর্ধমানের ১০ নং ওয়ার্ডের ৩নং ইছলাবাদ আমবাগান এলাকার একটি পুকুর দীর্ঘ দিন সংস্কারের অভাবে বন জঙ্গল হয়ে পরে আছে। এলাকাবাসীরা জানাচ্ছেন, বিগত দিনে বারবার পৌরসভা, বর্ধমান উন্নয়ন সংস্থা এবং জেলা শাসকে জানিয়েও কোনো লাভ হয়নি।
অবিলম্বে পুকুর সংস্কার করার দাবী জানাচ্ছেন এলাকাবাসীরা।
এবিষয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, পূর্বেও এই পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল,কিন্তু ওই এলাকার কিছু অসাধু মানুষ পুকুরের অংশ দখল করে আছে।
ওই এলাকার মানুষ যারা অভিযোগ করছেন তারা পৌরসভার কোনো কাজে সহযোগিতা করে না। এমনকি পৌরসভার ‘কর’ ও দেয়না তারা।
পুরসভার চেয়ারম্যান বলেন আগে পুকুর দখলমুক্ত করুন , যে দিন ওই পুকুর দখল মুক্ত হবে , তার পরের দিন থেকেই সংস্কারের কাজ হবে।