সরকারি ইটভাটার ফাঁকা জমি দখলের অভিযোগ উঠল খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

0
193

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:-  জমি দখলে ফের খবরের শিরোনামে নদিয়ার কল্যাণী। সরকারি ইটভাটার ফাঁকা জমি দখলের অভিযোগ উঠল খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নাম জড়ালো এক তৃণমূল নেতারও। মুখ্যমন্ত্রীকে অভিযোগপত্র পাঠালেন কংগ্রেস নেতা। ঘটনাটি, নদিয়ার কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। কল্যাণী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হলেন শ্যামল দাস। ভুট্টাবাজার থেকে মাঝেরচরের দিকে যেতে রাস্তার বামদিকে পড়বে এই সরকারি ইটভাটা। ইটভাটা সংলগ্ন রয়েছে ফাঁকা জমি। অবাক হবেন, এই জমিতে নেই কোনো ঘরবাড়ি। অথচ এই ফাঁকা জমির অকুপাই ট্যাক্স চালু করে দিয়েছে কল্যাণী পুরসভা। মোট ১৩ জনের নামে অকুপাই ট্যাক্স চালু করেছে কল্যাণী পুরসভা। যার মধ্যে নাম রয়েছে খোদ তৃণমূল কাউন্সিলার শ্যামল দাসের ও শ্যামলের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার। জানা গিয়েছে, এই ১৩ জন প্রত্যেকেই কাউন্সিলারের এবং ওই তৃণমূল নেতার পরিবারের সদস্য। এমনটাই অভিযোগ কংগ্রেস নেতা কৃষ্ণ মাহাতোর।
এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কল্যাণী পুরসভা।