পরিবহণ দপ্তরে ৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের।

0
284

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  আজ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি জমা করা হল সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর এর কাছে। উত্তরবঙ্গ পরিবহন সংস্থাকে কোনভাবে বেসরকারিকরণ করা যাবে না। সংস্থার অবসরপ্রাপ্ত ও পেনশনারদের চাকুরীকালীন সময়ের প্রাপ্ত অনারিয়াম এর অর্থ, সিকিউরিটি মানি এবং শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের প্রাপ্ত অর্থ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।

সংস্থার পেনশনারদের রাজ্য সরকারি পেনশনারদের ন্যায় ঈদ/পূজা অনুদান আসন্ন দুর্গাপূজার আগেই প্রদান করতে হবে। সংস্থার অবসরপ্রাপ্ত ও পেনশনার কর্মীদের চাকুরীকালীন সময়ের প্রাপ্ত ১০ বছর/ কুড়ি বছরের বেনিফিট অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সহ মোট ৬ দফার দাবি নিয়ে আজ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এর ম্যানেজিং ডাইরেক্টর এর কাছে স্মারকলিপি জমা করলেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেনশনার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরা। তাদের দাবি না মানলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার সদস্যরা।