বন্ধু বড় হোক, সুনাম অর্জন করুক তাই বন্ধুর পাশে বন্ধুরা।

0
263

নন্দকুমার, নিজস্ব সংবাদদাতাঃ – বর্তমান সময়ে বন্ধুর সাথে বন্ধুর দেখা করার যখন সময় থাকে না। তখন বন্ধুর পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসতে দেখা গেলো বন্ধুদের। এমনই ছবি ধরা পড়লো নন্দকুমারে। নন্দকুমার রেল ক্রসিং এলাকার যুব সৌরভ সামন্ত। ছোট থেকে শিল্পী হওয়ার সুপ্ত স্বপ্ন ছিলো। পড়াশোনার মাঝে করোনা কালে সংসার চালতে হিমসিম খেতে হয় বাবা মাকে। তাদের হাতে কিছু অর্থ তুলে দিতেই শুরু করে প্রতিমা তৈরির কাজ। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের নন্দকুমার রেল ক্রসিং এর কাছে ছোট্টো একটু জায়গা নিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু করে। প্রথম প্রথম কম অর্ডার পায়। বর্তমানে অর্ডারের সংখ্যা বেড়েছে। বন্ধু একা সব অর্ডারের প্রতিমা তৈরি করতে পারবে না। তাই সময় পেলেই বন্ধু সাহায্য করার জন্য এগিয়ে আসছে। সৌরভ খুব ভালো ছেলে তাই বন্ধুদের মতো প্রতিবেশীরাও তার পাশে দাঁড়িয়ে সাহায্য করে চলেছে। সৌরভ আগামী দিনে ভালো শিল্পী হিসাবে পরিচিতি লাভ করুক চাইছে প্রতিবেশী থেকে বন্ধুরা। সামনেই কর্মের দেবতা বিশ্বকর্মা পুজো। সেই পুজোর প্রতিমার অর্ডার ভালো পড়েছে। তাই রাতদিন এক করে কাজ করে চলেছে সৌরভ। সেই সাথে তাকে সাহায্য করে চলেছে তার বন্ধুরা।