বৃষ্টি বাড়তেই দীঘার সমুদ্রে শুরু ব্যাপক জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়া ভিড় পর্যটকদের।

0
509

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকেই মেঘলা আকাশ, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টিপাত চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। বৃষ্টি উপেক্ষা করে সৈকত নগর দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড়। জলোচ্ছ্বাসের আনন্দ উপভোগ করতে সৈকত জুড়ে ভিড়ে ঠাসা হাজার হাজার পর্যটক।। সমুদ্রের তীব্র জলরাশির ভয়ঙ্কর রূপ দেখতে গার্ড ওয়েল এর সামনে ভিড় করেছেন পর্যটকেরা কার্টুন। তবে কিছুটা হলেও হতাশ হচ্ছেন পর্যটকেরা কারণ সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাসে গা ভাসাতে পারছেন না তারা। প্রশাসনিক নির্দেশে সুমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাষন। নামতে দেওয়া হচ্ছে না সমিদ্রে। তবে সৈকত থেকেই জলোচ্ছ্বাসের আনন্দ ক্যামেরা বন্দী করতে সেলফি তোলার হিরিক লেগেছে দীঘা সমুদ্র সৈকতে। পর্যটকরা ক্যামেরা বন্দী করছেন জলোচ্ছ্বাসের সেই ভয়ঙ্কর দৃশ্য। সৈকত জুড়ে চলছে পুলিশ প্রশাসনের কড়া নজর দারি।