নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- মৎস্য দপ্তরে ভুয়ো চাকরির এপারমেন্ট লেটার দিয়ে টাকা প্রতারণা, বাঁকুড়ার জয়পুরে।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মৎস্য দপ্তরের মাসে মাসে ১৪০০০ টাকা বেতন দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ বাঁকুড়ার জয়পুর ব্লকের বারাসাত গ্রামের সুমনন্দির বিরুদ্ধে।
আর এই প্রতারণার অভিযোগ পেতেই সাথে সাথে প্রতারককে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ।প্রায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণার অভিযোগ প্রতারক সুমন নন্দীর বিরুদ্ধে। রাজ্যে এই প্রথম ভুয়ো এপর্নমেন্ট লেটার দিয়ে মাসে মাসে বেতন দিয়ে চাকরির প্রতারণা, এই প্রতারণার অভিযোগ পেয়েই দ্রুত গতিতে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ, গত ১১ ই সেপ্টেম্বর, অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে আসে সুমন নন্দী কে আর এই সুমন নন্দী কে তুলে নিয়ে এসে জিজ্ঞাসা করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে একের পর এক নাম, আর জয়পুর থানার পুলিশ গত ১২ তারিখে রাত্রিবেলায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসে, তাকে গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় সেখানে পুলিসী হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করছে,এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে প্রথম অভিযুক্ত সুমন নন্দীকে প্রথমে পুলিশ হেফাজতে নেই আজ তার হেফাজতের শেষ দিন হতেই পুলিশ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায়। এখন দেখার ভুয়ো অপরমেন্ট লেটার দিয়ে চাকরির প্রতারণা জাল কতদূর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা মৎস্য দপ্তরে ভুয়ো চাকরির এপারমেন্ট লেটার দিয়ে টাকা প্রতারণা, বাঁকুড়ার জয়পুরে।