পাঁচরোল হাইস্কুলে গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ১৪ দিনের হকি সামার কোচিং ক্যাম্প ২০২৩ এর সমাপ্তি দিবস উৎযাপিত হল।

0
288

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর –রাজ্যস্তরের হকি প্রতিযোগিতায় প্রথমবার সুযোগ পেলো পূর্ব মেদিনীপুর। এবার এগরার একমাত্র স্কুল পাঁচরোল হাই স্কুলের হকি দল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের পাঁচরোল হাইস্কুলে গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ১৪ দিনের হকি সামার কোচিং ক্যাম্প ২০২৩ এর সমাপ্তি দিবস উৎযাপিত হল শুক্রবার। পূর্ব মেদিনীপুর মেদিনীপুর জেলার এক মাত্র পাঁচরোল হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে হকি খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক, স্কুলের প্রধান শিক্ষক সৌরেন দাস, শিক্ষক মৃদুল কান্তি জানা ও অরুন ভুঁইয়া প্রমূখ। এই প্রশিক্ষন ক্যাম্প ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here