দক্ষিণ-দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মিষ্টি তৈরীর সময় আগুন লেগে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে ভষ্মীভূত মিষ্টির দোকান, ক্ষতিগ্রস্ত দোকানদারের পাশে থাকার আশ্বাস চেয়ারম্যানের। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের চৌমাথা এলাকার। অন্যান্য দিনের মতনই চৌমাথা এলাকার মিষ্টি ব্যাবসায়ী গৌড় ঘোষ-এর দোকানে মিষ্টি তৈরীর কাজ চলছিল। হঠাৎ সেই সময় গ্যাসের পাইপ লিক করে আগুন লেগে যায় দোকানে। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা গ্যাসের সিলিন্ডারটিকে গ্রাস করলে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এরপর আগুনে দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো দোকান। আগুন পার্শ্ববর্তী দোকানেও ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর অগ্নি নির্বাপণ কেন্দ্রের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় মিষ্টির দোকানের এক শ্রমিক অল্পবিস্তর আহত হন। আগুন লাগবার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দেন। প্রশান্ত মিত্র জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিষ্টি ব্যবসায়ীকে ক্ষতিপূরণ চেয়ে গঙ্গারামপুর পৌরসভায় আবেদন করতে বলা হয়েছে। তিনি জানিয়েছেন তারা পৌরসভার পক্ষ থেকে ঐ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক গৌড় ঘোষ জানিয়েছেন আগুন লাগবার কারণে প্রায় দুই লক্ষেরও বেশী টাকা ক্ষতি হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনে ভষ্মীভূত মিষ্টির দোকান, ক্ষতিগ্রস্ত দোকানদারের পাশে থাকার আশ্বাস...