ডেঙ্গু প্রতিরোধে দুয়ারে দুয়ারে পৌছলেন২২নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকার।

0
238

নিজস্ব সংবাদদাতা, মালদা:—ডেঙ্গু প্রতিরোধে দুয়ারে দুয়ারে পৌছলেন২২নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকার।শুক্রবার সকাল সকাল ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকার ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে এলাকার বাড়ি বাড়ি পরিদর্শনে বেরন এবং বাড়ির কর্তাদের সঙ্গে তিনি কথা বলেন ডেঙ্গু নিয়ে এলাকাবাসীকে সচেতন করতে দেখা যায়।বর্ষা শুরু হতেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ।এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় পুরসভার তরফে ডেঙ্গি সচেতনতার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছে। ইংরেজবাজার পুরসভার তরফেও ডেঙ্গু মোকাবিলার জন্য বাড়তি সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাউন্সিলর দুলাল সরকার বলেন,আমরা নিজের ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সচেতনতামূলক প্রচার চালাছি।এলাকাবাসীকে সচেতন করছি বাড়িতে জল জমা না রাখা হয়।সেই জল থেকে কিভাবে মশার লার্ভা জন্মাচ্ছে সেই বিষয়ে সচেতন করা হছে।