নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাটের মেয়ে নদীয়া কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া শশুর বাড়ী পাপিয়া কর বেশ কয়েক বছর ধরে নানা থিমের দুর্গা প্রতিমা করছে। এইবারের থিম থ্যালাসেমিয়া সচেতনতা। দুর্গা মায়ের মাধ্যম দিয়ে সে সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছে। দুর্গা মাকে একজন সাধারণ মেয়ের রুপ দিয়েছে, যে হাতা, খুন্তিনিয়ে সংসার করে, সাজগোজ করে, বিভিন্ন পেশায় কাজ করে, তার সাথে চাইলে পাশাপাশি সমাজকেও সচেতন করতে পারে।
দুর্গা মায়ের হাতে দেওয়া,হয়েছে রক্তের প্যাকেট। অসুর কে থ্যালাসেমিয়ার প্রতীকি হিসেবে দেখিয়েছি। মা নিজে রক্তহাতে নিয়ে বার্তা দিচ্ছে সকলকে রক্ত দান করে সমাজের স্বার্থে , মানুষের স্বার্থে এগিয়ে আসা উচিত। পুরো চালায় থ্যালাসেমিয়ার বিষয়ক তথ্যও স্লোগান আছে। সে বোঝাতে চেয়েছে প্রতিটা মানুষেরই বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা প্রয়োজন। গনেশ, কার্তিক কে থ্যালাসেমিয়ার বার্তাবাহক হিসেবে বোঝাতে চেয়েছেন। লক্ষী, সরস্বতী কে একজন সাধারণ মেয়ের রুপ দেওয়া হয়েছে। ২০১১ সাল থেকে বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা মূর্তি তৈরি করছেন। এবারও কাগজ আর আঠা দিয়ে তৈরী করেছে মায়ের মুর্তি। প্রতিবারই উদ্দেশ্য একই থাকে, এই দুর্গা মূর্তি বিক্রি করে পথশিশু ও রাস্তায়,পড়ে থাকা মা – বাবাদের পুজোয়,নতুন জামাকাপড় দেওয়া।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাটের মেয়ে দুর্গা মায়ের মাধ্যম দিয়ে সে সমাজের কাছে একটা বার্তা পৌঁছে...