দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আবারও মানবিক মুখ দেখা গেল পুলিশের। রেল স্টেশনের কাছে থাকা ঝোঁপ থেকে এক আহত ব্যক্তিকে উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। আহত ব্যক্তির নাম সুমন তেওয়ারি, বাড়ি পশ্চিম বর্ধমানের উকরা। বর্তমানে ওই ব্যক্তি দুবরাজপুরের পন্ডিতপুর গ্রামে থাকেন। তিনি একটা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। কাজের সূত্রে কলকাতা থেকে দুমকা-হাওড়া ময়ুরাক্ষী এক্সপ্রেস করে এসে দুবরাজপুর রেল স্টেশনে নামেন। এরপর তিনি স্টেশনের মেন গেট দিয়ে না বেরিয়ে, স্টেশন ঢোকার আগে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় ঝোপের কাছে ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় এক ছিনতাইকারী। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি পড়ে গেলে আর উঠতে সক্ষম হয়নি এরপর তার কাছে থাকা ব্যাগ থেকে টাকা ভেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। যার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড সহ আরও অনেক কিছু ছিল। অন্ধকার ওই রাস্তায় আহত ওই ব্যক্তি দীর্ঘক্ষণ পড়ে থাকলেও উঠতে পারেনি। খবর যায় দুবরাজপুর থানার পুলিশের কাছে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা খারাপের জন্য তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বভাবতই প্রশ্ন উঠছে রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে। স্টেশনের এত কাছে এই ধরনের ঘটনা অথচ রেল পুলিশ তা জানলো না। একদিকে ঝোপ-ঝাড়ে ভর্তি অন্যদিকে ওই এলাকাটা কোন আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারচ্ছন্ন হয়ে ওঠে। কেন এই ধরনের এলাকায় রেলের কোন নজরদারি থাকে না উঠছে প্রশ্ন? গুরুতর আহত ব্যক্তি সুমন তেওয়ারি জানান, পড়ে যাওয়ার পর আর উঠতে পারিনি, কিছুটা দূরে কয়েকজন ছিল, মোবাইলের আলো জ্বেলে ডাকার চেষ্টা করলে তারা ভূত ভেবে পালিয়ে যায়।