নিজস্ব সংবাদদাতা, মালদা:– মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি নামে এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, ১৬ই সেপ্টেম্বর তথা আজ জেলার প্রান্তিক এলাকার শিশুদের ইচ্ছে পূরণে ৪০ জন শিশুদের গাড়ি করে গ্রাম থেকে নিয়ে এসে তাদের পছন্দ মতো শপিংমলে পুজোর বাজার,সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আনন্দদানের জন্য খেলাধুলো ও মধ্যান্য ভোজনের আয়োজন করা হয়। শিশুদের কেনাকাটা ও আনন্দদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণ মালদা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস, সদস্য বিকাশ মণ্ডল ও প্রভাতী ভৌমিক, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমূখ। সম্পাদক শুভজিৎ বাবু জানান প্রতি বছরের ন্যায় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় ১০০০ জনকে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচির আজ প্রথম ধাপ এবং মালদা জেলার বন্যা কবলিত এলাকাতেও সকলের সহযোগিতায় নতুন বস্ত্র বিতরণে দারিদ্র মানুষের পাশে থাকছে বলে জানান।
Home রাজ্য উত্তর বাংলা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি নামে এক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেলার প্রান্তিক এলাকার শিশুদের...