বিজেপি নেত্রীর কাছে পাওয়া গেল নকল সোনার বাঁট।

0
175

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৬ সেপ্টেম্বর : বিজেপি নেত্রীর কাছে পাওয়া গেল নকল সোনার বাঁট।
নকল সোনার বাঁট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের ঝলঝলিয়া এলাকায়। উদ্ধার একটি সোনার দোকানের রশিদ।
শহরের ঝলঝলিয়া বাজার এলাকায় একটি সোনার দোকানে এক মহিলা সোনার বাঁট পরীক্ষা করাতে গেলে সেটিকে নকল বলে জানিয়ে দেন স্বর্ণ ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, ওই মহিলা বিনা সরকার কির্তনিয়া বিজেপির উত্তর মালদা কেন্দ্রের সহ-সভানেত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা নকল সোনার বাঁট উদ্ধার করেন।
ওই মহিলা জানিয়েছেন, কোন এক রিক্সাওয়ালা গোলাপি রঙের কাগজে মোড়া সোনার বাঁট দেখিয়ে প্রতারণার চেষ্টা করেন। এর সাথে একটি সোনার দোকানের রশিদ দেখায় ওই রিক্সাওয়ালা ।থানায় যাওয়ার কথা শুনে পালিয়ে যায় ওই রিক্সাওয়ালা। মহিলা ঝলঝলিয়া এলাকায় একটি সোনার দোকানে সেই বাঁট পরীক্ষা করালে স্বর্ণ ব্যবসায়ীরা সেটিকে নকল বলে জানিয়েছেন। তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে রিক্সাওয়ালা কে সনাক্ত করার দাবি জানান।
খবর পেয়ে ঝলঝলিয়া এলাকায় সোনার দোকানে পৌঁছান স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার। তিনি বলেন এর আগেও এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছে। নকল সোনার সঙ্গে একটি সোনার দোকানের রশিদ উদ্ধার হয়। তিনি পুলিশের কাছে আবেদন করেন এই ধরনের প্রতারণা যারা করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার।
নকল সোনার বাট এবং রশিদ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।