কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মানসিক অবসাদ, পড়াশোনা সম্পর্কিত সমস্যা, র্যা গিং এমনকি ব্যক্তিগত বিভিন্ন সমস্যা প্রতিরোধ মূলক কর্মসূচি অনুষ্ঠিত হল মেডিক্যাল কলেজের হলঘরে। শনিবার কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল ও হাসপাতালের পরিচালনায় এবং কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়। এদিন মেডিক্যাল কলেজের হলঘরে ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। সেখানেই এই অনলাইন মাধ্যমটির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আজ থেকে শুরু করে আগামী ১৬ তারিখ পর্যন্ত এই দিবসটি নানানভাবে উৎযাপিত হবে।
এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের মহকুমা শাসক রাকিবুল রহমান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল, জেলা মানসিক স্বাস্থ্য সাইকোলোজিস্ট কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা।
জানা গেছে, ছাত্রছাত্রীদের সমস্যার কথা জানাতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে মেন্টাল হেলথ নামে একটি অনলাইন মাধ্যম চালু করা হল। মানসিক অবসাদ, পড়াশোনা সম্পর্কিত সমস্যা, র্যা গিং এমনকি ব্যক্তিগত বিভিন্ন সমস্যা সেই মাধ্যমে জানানো যাবে। মেডিকেলের অধ্যক্ষ সহ আইটি বিভাগের দু’জন আধিকারিক সেটা মনিটরিং করবেন। যারা নিজের সমস্যার কথা জানাবে তাদের পরিচয় গোপন রাখা হবে।
এদিন এবিষয়ে পার্থ প্রতিম রায় জানিয়েছেন, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা কারও সঙ্গে সমস্যার কথা শেয়ার করতে পারে না। তারা অনলাইন মাধ্যমে তাদের সমস্যার কথা জানাবে। ১ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সেই সমস্যা মেটানোর জন্য উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।
Home রাজ্য উত্তর বাংলা মানসিক অবসাদ, পড়াশোনা সম্পর্কিত সমস্যা, ব়্যাগিং অনলাইনে জানানো যাবে সমস্যার কথা, পড়ুয়াদের...