আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার ওন্দার বাসিন্দা বিশ্বরূপ ঘোষের ব্যাংক একাউন্ট থেকে উধাও প্রায় দশ হাজার টাকা! আধার বায়োমেট্রিক চুরি করা হয়েছে তার এমনটাই দাবি করছেন তিনি। হাতের ছাপ চুরি করে নতুন প্রতারণার ফাঁদ পেতেছেন প্রতারকরা। এই জ্বালায় জর্জরিত গোটা রাজ্য। সাইবার প্রতারকরা বায়োমেট্রিক ছাপ চুরি করে ব্যাংক থেকে উধাও করে দিচ্ছেন হাজার হাজার টাকা। কয়েক দিন ধরেই রাজ্য জুড়ে উঠে আসছে এরকম বেশ কয়েকটি ঘটনা। বিষয়টি বুঝতে এবং অনুসন্ধান করতে এক প্রকার তড়িঘড়ি ময়দানে নেমেছে সাইবার বিশেষজ্ঞরা। এদিন বাঁকুড়া জেলার ওন্দার বাসিন্দা বিশ্বরূপ ঘোষের ব্যাংক একাউন্ট থেকে উড়ে গেল নয় হাজার ৮০০ টাকা। রাত দশটার সময় তার কাছে একটি সন্দেহজনক মেসেজ আসে। এবং সেই মেসেজ এই লেখা ছিল যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে 9800 টাকা। তারপর থেকেই দৌড়াদৌড়ি শুরু করেছেন বিশ্বরূপ, এদিন বাঁকুড়া সাইবার থানায় অভিযোগ করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, আধারের মাধ্যমে বিভিন্ন কাজে হাতের ছাপ দেওয়া হয়। সেই হাতের ছাপই কোনওভাবে পৌঁছে যাচ্ছে প্রতারকদের কাছে। সাইবার বিশেষজ্ঞদের অনুমান, বিশেষ করে জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সঙ্গে এই অপরাধীদের কোনওভাবে যোগসাজস আছে। এছাড়াও সবথেকে ভালো হয় যদি নিজের বায়োমেট্রিক লক করে রাখেন। আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে প্রথমত প্লে স্টোর থেকে এম আধার অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নিজের আধার নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করে সেখান থেকে বায়োমেট্রিক লক করার অপশনে গিয়ে লক করতে হবে।