নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গাছ দোকানের ওপর পরে ক্ষতিগ্রস্ত হলো। ঘটনাটি আলিপুরদুয়ারের কালচিনি বিডিও অফিস সংলগ্ন আলমের একটি চায়ের দোকানের। উৎসবের মরশুমে এরূপ ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীর। এবিষয়ে ক্ষতিগ্রস্ত ওই চা দোকানের মালিক সমীর মন্ডল জানান, ‘ বহু পুরোনো আমাদের এই দোকান। এই দোকানের ওপরই আমার পরিবার নির্ভর করে।তবে উৎসবের মরশুমে এরূপ ঘটনা ঘটায় কী করবো বুঝে উঠতে পারছি না। আবার কবে স্বাভাবিক ছন্দে দোকান চালাতে পারবো তাও জানিনা।’ এদিকে রবিবার ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে এসে দাঁড়ালেন কালচিনি বিধায়ক বিশাল লামা ও এলাকার পঞ্চায়েত সদস্য। তারা জানান, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি।তাদের যা সাহায্য করার আমরা করবো।’