ডাইনি অপবাদে এক মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল।

0
207

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৭ সেপ্টেম্বর : ডাইনি অপবাদে এক মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল। বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিন শিবরামপুরের পশ্চিম চকইসমাইল গ্রামে। এলাকার এক ব্যাক্তির অসুখে ভুগে মৃত্যু হওয়ায়, ওই গ্রামের এক মহিলাকে ডাইনি অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। শুধু এই অপবাদ দেওয়াই নয় তাদের পুরো পরিবারকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় তাদের প্রাণে মেরে ফেলার হুমকি ও বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।এই ঘটনার পর ওই পরিবার নিজের বাড়িতেই কার্যত লুকিয়ে রয়েছে। এদিন দুপুরে একাংশ প্রতিবেশিদের সহায়তায় বালুরঘাট থানায় অভিযোগ জানাতে আসে পুরো পরিবার। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত নেমেছে বালুরঘাট থানার পুলিশ। ওই পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে বলেও দাবি করেছে পুলিশ।
ওই আক্রান্ত আদিবাসী মহিলা বলেন, অনেক দিন ধরেই আমাকে প্রতিবেশি এক পরিবার গালিগালাজ করে। তাদের কেউ অসুস্থ হলে বা মারা গেলে, আমাকে ডাইনি অপবাদ দেয়। প্রতিবাদ করায় গতকাল আমাকে মারধর করেছে। আমার ছেলেদেরও মেরেছে। পাড়া ছাড়ার হুমকি দিচ্ছে। তাই আজকে আমি থানায় এসেছি। আমরা খুব আতঙ্কে রয়েছি।

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল ফোনে বলেন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।