চাষের জমি থেকে যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, পরিবারের দাবি তাদের ছেলেকে খুন করা হয়েছে।

0
155

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার ভালুকা বাসোডাঙ্গা নতুনপাড়া এলাকায় চাষের জমি থেকে, এক যুবকের পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, রবিবার বিকেলে মাছ চাষিরা নদীতে যাওয়ার পথে ওই চাষের জমি থেকে পচা গন্ধ বের হতে দেখেন । তারপর তারা সেখানে গিয়ে দেখেন এক যুবকের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে এই ঘটনা জানানো হয় কোতোয়ালি থানার পুলিশকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেহটি উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সুফল ধারা, তিনি চাপরা থানার করিগাছি এলাকার বাসিন্দা, বয়স আনুমানিক 35 বছর । মৃতের পরিবারের দাবি, সুফলের স্ত্রীর সঙ্গে সুফলের ভাইরা ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল শ সে কারণেই প্রায়ই সংসারে বিবাদ চলত এবং তার স্ত্রী শ্বশুরবাড়িতে থাকতেনই না বেশিরভাগ সময় । এই খবর জেনে গিয়েছিল সুফল তারপর। গত বৃহস্পতিবার সুফল তার শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলেন ,বাড়ির লোক জানতেন তিনি শ্বশুরবাড়িতেই আছেন ।কিন্তু রবিবার তার পচা কলা মৃতদেহ উদ্ধার ঘিরে পরিবারের লোকেরা তাকে খুন করার অভিযোগ তুলেছেন সুফলের ভাইরা ভাইয়ের বিরুদ্ধে । যদিও কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে এসেছে , এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ।তবে পুলিশ সূত্রে খবর ,খুন নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা ময়না তদন্তের পরই জানা যাবে ।যদিও মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে। এবং শোকের ছায়া মৃতের পরিবারে।