দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে আজ এম.ই.ডি এবং বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার রূপায়ণে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয় দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইসলামপুরের ডাঙ্গালপাড়া সংলগ্ন জলকালি মন্দিরের সন্নিকটে। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল সেখ। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম সহ দুবরাজপুর পৌরসভার ১৬ জন কাউন্সিলর এবং বিশিষ্টজনেরা। এদিন পৌরসভার পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ সহ উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। উল্লেখ্য, দুবরাজপুর পৌরসভা এলাকায় তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে। আজকে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে। বাকী দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শেষ লগ্নে চলছে। এই সুস্বাস্থ্য কেন্দ্র সকাল ১০ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। এখানে একজন চিকিৎসক, নার্স, এসিস্ট্যান্ট নার্স এবং ক্লার্ক থাকবে বলে জানান পৌর প্রধান পীযূষ পাণ্ডে। এদিন মঞ্চে জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমি কয়েকদিন আগে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে এসেছিলাম। সেখানে গিয়ে দেখ্লাম হাসপাতালের ভেতরে নোংরা, আবর্জনা রয়েছে। তাই আমাদের নিজে ঠিক থাকতে হবে এবং এই হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। তাই এই নতুন সুস্বাস্থ্য কেন্দ্রও পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের।