পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে, বর্ধমান পৌরসভার সন্নিকটে শুভ উদ্বোধন হলো ‘খাদির’ আউটলেট। ফ্রিতে কেটে খাদির আউলেটের শুভ উদ্বোধন করেন, সংস্থার সিও।
উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, খাদি সংস্থার বর্ধমান জেলার অন্যতম কার্যকর্তা উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ আরো অন্যান্য অনেকে। রাজ্য সরকার খাদির পুনরুজ্জিবনের মাধ্যমে তার হারানো গৌরব ফেরাতে বেশ কয়েক বছর যাবত উদ্যোগী হয়েছেন। বালুচড়ি ও মসলিনের উন্নয়নের জন্য অত্যাধুনিক প্রশিক্ষণও দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অত্যন্ত আন্তরিক আবেগে কাটুনি ও তাঁতিগণ প্রশিক্ষিতও হয়েছেন। উঠে এসেছে এক নতুন প্রজন্ম। উৎপাদিত পণ্যের বিক্রয় ব্যবস্থাকেও করা হয়েছে নিশ্চিত, আর তাই রাজ্যের বিভিন্ন জায়গায় আকর্ষণীয় ছাড়সহ খোলা হচ্ছে ‘খাদির’ আউটলেট। ‘খাদির’ সর্বাঙ্গীন উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছে । বাংলার ইতিহাসে ‘খাদির’ এক দীর্ঘ ধারাবাহিকতা রয়েছে
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে, বর্ধমান পৌরসভার সন্নিকটে শুভ উদ্বোধন হলো ‘খাদির’...