নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এগুলি বাংলাদেশ সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেছিল। এই ঘটনার দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি চাপড়া থানার শান্তিপাড়া এলাকায়।। পুলিশর দাবী, গোপন সূত্র খবর পেয়ে দুই ব্যক্তিকে তল্লাশি করে ৫৫ হাজার জাল টাকা উদ্ধার হয়।যে দুই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় জাল টাকা তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের নাম সাধন সাহা, আজগার মণ্ডল নামে এই ব্যক্তির বাড়ি নদীয়ার তেহট্ট থানার পাথরঘাটা ও অপর জনের বাড়ি নদীয়ার নয়মাইল এলাকায়। দুজনের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান এই টাকাগুলি বাংলাদেশ সীমান্ত পার করে তাদের কাছে আসে। এরপর এই টাকাগুলি তারা বাজারে চালানোর চেষ্টা করছিল। এমন সময় পুলিশ খবর পেয়ে তাদেরকে পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫০০ টাকার জাল টাকা যা মোট প্রায় ৫৫ হাজার টাকা।ধৃতদের সোমবার আদালতে হাজির করা হবে।