পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ-পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হবার পর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কারা হচ্ছেন সে নিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন জল্পনা ।
সব জল্পনার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নাম ঘোষণা হল।
জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানান স্থায়ী সমিতির পাঁচ জন করে সদস্যদের মধ্যে একজনকে কর্মদক্ষ হিসাবে নির্বাচিত করা হয়।
এদিন জেলা পরিষদের 9টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষদের নাম ঘোষণা করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার।
জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে বিশ্বনাথ রায় কে।
পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মিঠু মাঝি ।
কৃষি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন মাহবুব মন্ডল।
শিশু ও নারী উন্নয়ন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র।
বনও ভূমি কর্মাধ্যক্ষ হলেন নিত্যানন্দ ব্যানার্জি।
খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ উখরানা ইয়াসমিন।
ক্ষুদ্র শিল্প ও অচিরাচরিত স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলেন আরবি খান।
শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু কনার ।
এদিন কর্মাধ্যক্ষদের নাম ঘোষণা করার পর সাংবাদিক বৈঠক করেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং সহকারি সভাধিপতি গার্গী নাহা। সাংবাদিক বৈঠকে তারা বলেন জেলার বিভিন্ন রাস্তাঘাট সহ একাধিক কাজ খুব শীঘ্রই শুরু করা হবে।