নিজস্ব সংবাদদাতা, মালদা:–বিশ্বকর্মা পূজা এলেই আনন্দে মেতে ওঠেন মালদহের বামনগোলাবাসি। প্রতিবছরের মতো এবারও বামনগোলা আদিবাসীবৃন্দু ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার বিকেলে,মালদা জেলার বামনগোলা ব্লকের টাঙন নদীতে। উল্লেখ্য,প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে এলাকায় মেলা বসে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে প্রথম পুরস্কার ১৫০০০ দ্বিতীয় পুরস্কার ১২০০০ তৃতীয় পুরস্কার ৮০০০ ।এই প্রতিযোগিতা তিন ধাপে করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকে বিডিও রাজু কুন্ডু,মাতুয়া ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার,রতুয়ার বিধায়ক সমর মুখার্জি,বামনগোলা থানার আইসি সহ বামনগোলা ব্যবসায়িক সমিতির সকল সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Home রাজ্য উত্তর বাংলা বামনগোলা আদিবাসীবৃন্দু ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিশ্বকর্মা...