অবশেষে খাবারের লোভে খাঁচাবন্দি হলো চিতাবাঘ।

0
183

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অবশেষে খাবারের লোভে খাঁচাবন্দি হলো চিতাবাঘ।মঙ্গলবার রাত আনুমানিক ১২ টা নাগাদ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের করাইবাড়ি এলাকায় বন দপ্তরের পাতানো খাঁচায় বন্দী হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় সম্প্রতি চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা।বাসিন্দাদের দাবি মেনে এলাকায় খাঁচা পাতে বন দপ্তরের মাদারিহাট রেঞ্জ। বন দপ্তরের সেই পাতানো খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি।বন দপ্তর সুত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটিকে জলদা পাড়া বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।অবশেষে চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী।