কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত সদভাবন সাইকেল যাত্রা শুরু করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

0
2121

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ভারত – বাংলাদেশের মধ্যে আভ্যন্তরীণ আরো ভালো সুসম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখতে কলকাতা থেকে বাংলাদেশ পর্যন্ত সদভাবন সাইকেল যাত্রা শুরু করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দেশ এবং বিদেশের মোট ৬০ জন ওই সংস্থার সদস্য কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বুধবার সকালে এই সদভাবনার সাইকেল যাত্রা মালদা শহরে এসে পৌঁছায়। গোটা শহর পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনে যায় এই সাইকেল যাত্রার সঙ্গে যুক্ত সদস্যরা। তাঁদের বক্তব্য, ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখতে এই সদভাবনা সাইকেল যাত্রা শুরু করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর কলকাতা থেকে “স্নেহালয়” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার ৬০ জন সদস্যরা এই সাইকেল যাত্রা শুরু করেন। যেখানে ভারতের মহারাষ্ট্র , অন্ধ্রপ্রদেশ , বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের এই সংস্থার সদস্যরা যুক্ত রয়েছেন। এছাড়াও ইংল্যান্ডের আরও দুইজন নাগরিক সদভাবনা সাইকেল যাত্রায় অংশ নিয়েছেন। আগামী ৫ অক্টোবর বাংলাদেশে এই সদভাবনা সাইকেল যাত্রার সম্পূর্ণ হবে। এদিন মালদা শহরে বিভিন্ন এলাকায় এই সাইকেল যাত্রাটি পরিক্রমা করে। সেখানেই দুই দেশের সুসম্পর্ক এবং সৌহার্দের বার্তা তুলে ধরা হয়।
সদভাবনা সাইকেল যাত্রার অংশগ্রহণকারী মহারাষ্ট্রের এক সদস্য জহুয়ার কাবরা জানিয়েছেন, ভারত – বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এই সদভাবনা সাইকেল যাত্রা শুরু করা হয়েছে। তাতে দুই দেশের সম্পর্ক আরো যেন সুন্দর হয়ে ওঠে। দেশ-বিদেশের অনেকেই এই সদভাবনা সাইকেল যাত্রায় অংশ নিয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকেই এই সাইকেল যাত্রা শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা পেরিয়ে মালদার মহদিপুর আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়েই এই সদভাবনা সাইকেল যাত্রা বাংলাদেশে প্রবেশ করবে। আগামী ৫ অক্টোবর এই সাইকেল যাত্রা সম্পন্ন হবে।