টানা উত্তেজনার মধ্যে খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করল BJP,BJP কে সাপোর্ট করার অভিযোগ সাংসদ শিশির অধিকারীর ।

0
196

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করল বিজেপি,এই দিন টানটান উত্তেজনার মধ্যে করা পুলিশির নিরাপত্তায় স্থায়ী সমিতি গঠন করলো বিজেপি, গত পাঁচ ই সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, বোমাবাজির পাশাপাশি শিশির অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ, পাশাপাশি এই ঘটনায় তৃণমূল সাংসদ শিশির অধিকারী আহত হয় বলে অভিযোগ, এই পরিস্থিতিতে ঐদিন বন্ধ হয়ে যায় স্থায়ী সমিতি গঠন প্রক্রিয়া, পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে ২০ শে সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরের স্থায়ী সমিতির গঠন করা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের, সেইমতো বুধবার সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়, জেলা শাসকের দপ্তরে, জেলাশাসকের দপ্তরের পার্শ্ব মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়, জানা গিয়েছে খেজুরি দু’নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন ছিল পনেরোটি, যেখানে বিজেপি দখল করে নেয় নটি আসন, তৃণমূলের ঝুলিতে পড়ে ছটি আসন, পঞ্চায়েত সমিতির গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য, ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয় ৮, এবং বিজেপির আসন সংখ্যা কমে হয় ৭, এই দিন ২৪ জন সদস্য অংশগ্রহণ করে, পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য ছাড়াও পঞ্চায়েত প্রধান এবং বিধায়ক ও সাংসদ উপস্থিত ছিলেন, কিন্তু তৃণমূলের অভিযোগ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর ভোটে স্থায়ী সমিতির দখল করে নয় বিজেপি, যদিও এই অভিযোগ মানতে নারাজ সাংসদ-শিশির অধিকারী।