ডেঙ্গু প্রতিরোধের জন্য গোটা হাসপাতাল চত্বর ও চারপাশের গ্রামে জীবাণু নাশক স্প্রে করল ব্লক প্রশাসন মুদিপুকুর হাসপাতাল কর্তৃপক্ষ।

0
151

নিজস্ব সংবাদদাতা, বামনগোলা:- দিনের পর দিন মালদা জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে চোখ রাখাচ্ছে ডেঙ্গু। এ নিয়ে নড়চড়ে বসলো ব্লক প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ।এ দিন সকাল থেকে মালদহের বামনগোলা ব্লকের মুদিপুকুর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধের জন্য গোটা হাসপাতাল চত্বর ও হাসপাতালের চারপাশের গ্রামে জীবাণু নাশক স্প্রে করলেন ব্লক প্রশাসন মুদিপুকুর হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে মোদী পুকুর হাসপাতাল চত্বর সাফাই করা হয়। পাশাপাশি কীটনাশক ও স্প্রে করা হয়।এই বিষয়ে বি এমও এচ সুদীপ কুন্ডু জানান,বামনগোলা ব্লক প্রশাসন উদ্যোগে ভি আর পি সহ সি এফ টিম দিয়ে বামন গোলা গ্রামীণ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধ কীটনাশক স্প্রে করা হয়। আগেও করা হতো এখনো চলছে এছাড়াও ব্লক প্রশাসনের তরফ বাড়তি নজরদারি চালানো হচ্ছে ডেঙ্গুনি।