নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- বছরের এই সময়টা সারা রাজ্য জুড়েই ডেঙ্গুর প্রভাব লক্ষ্য করা যায়। রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গুর শিকার হয়েছে রাজ্যে বহু বাসিন্দা। বালুরঘাট পৌর এলাকায় সেভাবে এখনো ডেঙ্গুর প্রভাব চোখে না পড়লেও। ওয়ার্ডের বাসিন্দারা যাতে ডেঙ্গুর প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয় শ্রী লক্ষী বালুরঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি পালন করলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী। যেদিন কাউন্সিলর ওয়ার্ডের ডেঙ্গু সচেতনতা কর্মসূচির সাথে যুক্ত কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ক সচেতনতা গড়ে তোলেন। ওয়ার্ডের বাসিন্দাদের ডেঙ্গুড়া থেকে বাঁচাতে কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
Home রাজ্য উত্তর বাংলা বালুরঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচি পালন করলেন সাত নম্বর ওয়ার্ডের...