“মুখ্যমন্ত্রী নির্দেশে মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য’ – বললেন বিধায়ক নিশীথ কুমার মালিক।

0
265

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সব গ্রামে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল, শুধু গ্রাম নয় গ্রামের প্রতিটা বাড়িতেও পরিশ্রুত জল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই উদ্যোগের নাম ‘জল স্বপ্ন প্রকল্প’। রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ২০২৪ সালে জল স্বপ্ন প্রকল্প সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবিচল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর দুই অঞ্চলের হাট শিমুল এলাকায় রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের শুভ সূচনা করা হয়, শুভ সূচনা করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। সঙ্গে ছিলেন assistant engineer বর্ধমান sub-division শুভেন্দু সাহা, বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মনুশ্রী মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অনুপম ঘোষ, পঞ্চায়েত সদস্য মোজাম্মেল শা সহ আরো অন্যান্য অনেকে।