গাড়ির ব্যাটারি চুরিকে কেন্দ্র করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার বাসিন্দারা, উত্তেজনার পরিস্থিতি এগরার নেগুয়াতে।

0
360

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– গাড়ির ব্যাটারি চুরিকে কেন্দ্র করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার নেগুয়াতে বেশ কয়েকঘন্টা রাজ্য সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল টোটো, অটো, লরি ও বাস মালিকেরা। বিক্ষোভকারীদের দাবি, গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে নেগুয়া বড়পুকুর এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তিন যুবককে এগরা থানার পুলিশ আটক করেছিল। তবে বেশ কয়েকদিন ধরে এগরা থানা এলাকায় গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনার অভিযোগ আসছিল। বুধবার রাতে নেগুয়া বড়পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ সন্দেহ জনক তিন যুবককে আটক করে। যদিও জিজ্ঞাসাবাদে ব্যাটারি চুরির সঙ্গে তাদের কোনও যোগ পায়নি বলে দাবি পুলিশের। কিন্তু আটক তিন যুবককে বুধবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে গাড়ির মালিকদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দিয়েছে। তাই আমরা কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছি। অবশেষে এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের অশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। তবে যদি এই ঘটনা পুনরাবৃত্তি ঘটলে আগামীদিনে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আমজনতারা।