দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ফেসবুক-অ্যাপের অতি ব্যবহার, দূষণ ইত্যাদি দৃষ্টিশক্তির ওপর কোপ বসাচ্ছে। আরও নানা কারণে চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর থ্রী স্টার ক্লাবের উদ্যোগে নেওয়া হ’লো সময়োচিত উদ্যোগ। আয়োজিত হ’লো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। ইসলামপুর থ্রী স্টার ক্লাব খেলাধূলা, শরীরচর্চা ও সমাজসেবার পাশাপাশি স্বাস্থ্যের দিকেও সর্বদা সচেষ্ট। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আজ থ্রী স্টার ক্লাবের উদ্যোগে এবং দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান থ্রী স্টার ক্লাবের সভাপতি তথা দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, সম্পাদক তথা কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, কোষাধ্যক্ষ সেখ হান্নান সহ ক্লাবের সদস্যরা। এদিন এই শিবিরে শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। ক্লাব সম্পাদক সেখ নাজির উদ্দিন জানান, এই ক্লাবের পক্ষ থেকে প্রায়ই সময় সমাজসেবামূলক কাজ করা হয়। আমরা গত ১৬ সেপ্টেম্বর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিলাম। ভালোই সাড়া পেয়েছিলাম। বিশ্ব নবী দিবস উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে। অন্যদিকে, দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সি.এস.আর দেবাশিষ মুখার্জী জানান, আমাদের এই হাসপাতাল বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। তাই আজ এখানে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে। যে সমস্ত রোগীদের চোখে সমস্যার জন্য অপারেশন করতে হবে সেই সমস্ত রোগীদের সমস্ত চিকিৎসা বিনামূল্যে করা হবে।