বিদ্যুতের ভয়াবহ মাশুল বৃদ্ধির প্রতিবাদে খাকুড়দা SM দপ্তর ও বিডিও অফিসে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান ।

0
282

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – গত এপ্রিলে রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরকে দিয়ে ২০২৩-২০২৪ ট্যারিফ অর্ডার জারি করেছে। যার ফলে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুণ, DC-RC চার্জ ৫ গুণ এবং ক্ষুদ্র শিল্পে প্রতি KVA তে ২০০ টাকা করে আদায় শুরু করেছে বিদ্যুৎ দপ্তর। পরিণতিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের বিপুল বর্ধিত বিল আসতে শুরু করেছে। এপ্রিল ২০২৩ এই অর্ডার জারি করার সাথে সাথে ABECA এর তীব্র প্রতিরোধ আন্দোলনে সাময়িক পিছু হঠেছিল বিদ্যুৎ দপ্তর। পঞ্চায়েত নির্বাচনের ফয়সালা হওয়ার সাথে সাথে ১৬ জুলাই থেকে এই ভয়ঙ্কর বর্ধিত বিল গ্রাহকদের পাঠাতে শুরু করেছে দপ্তর। ক্ষুদ্রশিল্পে ন্যূনতম চার্জ চার হাজারের অধিক আসতে শুরু করেছে। যার ফলে রাজ্যের ধানকল, আটাকল সহ হাস্কিং মেশিন ও ক্ষুদ্র শিল্প কার্যত বন্ধের মুখে। এই পরিস্থিতিতে সারা রাজ্য জুড়ে বিদ্যুৎ দপ্তর গুলিতে তীব্র গ্রাহক প্রতিরোধ আন্দোলন সংঘটিত হচ্ছে। আজ খাকুড়দা SM ও BDO’র নিকট এই গ্রাহক বিক্ষোভ ডেপুটেশন সংঘটিত হয়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা বাজার এলাকায় দুই শতাধিক গ্রাহকের
বিক্ষোভ মিছিল পরিক্রমা করে এস এম ও বিডিও দপ্তরের সম্মুখে পৌঁছলে গ্রাহকরা পৌঁছালে, পুলিশ মিছিলের গতি রোধ করে। বিদ্যুৎ গ্রাহকগন তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। পোড়ানো হয় ট্যারিফ অর্ডার এর ২০২৩ -২৪ এর প্রতিলিপি অগ্নিসংযোগ করেন। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ABECA খাকুড়দা CCC ইনচার্জ তথা জেলা নেতা দিলীপ দাস , বক্তব্য রাখেন ABECA রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে। তিনি বলেন কেন্দ্রীয় বিদ্যুৎ বিলকে এ রাজ্যে কার্যকরী করতে রাজ্য সরকার ঘুর পথে এই ভয়াবহ বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে তীব্র প্রতিরোধ আন্দোলন চলছে। রাজ্যের এস এম, আর এম ও জেড এম দপ্তর গুলিতে বিক্ষোভ ঘেরাও ডেপুটেশন কর্মসূচির পরে আগামী ২৭শে সেপ্টেম্বর’ কলকাতার বিদ্যুৎ ভবনে লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ অভিযান সংঘটিত হবে। তীব্র প্রতিরোধ আন্দোলনই বিদ্যুতের বেসরকারিকরণের লক্ষ্যে এই বর্ধিত বিলের বোঝা প্রতিরোধ করা সম্ভব হবে। সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাই।