দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালত ভবনের সামনে লেডি ব্লাইন্ড জাস্টিসের মূর্তির উন্মোচন হল। বুনিয়াদপুরে নতুন জাতীয় স্তরের মডেল আদালত এর নতুন ভবনের উদ্বোধনের হয় চলতি বছরের জানুয়ারি মাসে। বুধবার আদালতের সামনে ১২ ফিটের এই মূর্তির উন্মোচন করেন ডিস্ট্রিক্ট জাজ সুভায়ু ব্যানার্জী। পশ্চিমবঙ্গে আর কোনো নিম্ন আদালতে 12 ফিটের লেডি ব্ল্যাইন্ড জাস্টিস এর এত বড় মূর্তি আর কোথাও নেই বলে দাবি। এ ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা আদালতের বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মেলিসা গুরুং। অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৌমিতা রায়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদা মান্নান। সিভিল জাজ জুনিয়ার ডিভিশন সাহিদ পারভেজ। ফিতে কেটে মূর্তির উন্মোচন করেন জেলা জাজ সুভায়ু ব্যানার্জী। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে দিয়ে মূর্তির উন্মোচন হয়। সাগত ভাষণ দেন ডিস্ট্রিক্ট জাজ শুভায়ু ব্যানার্জী। লেডি ব্ল্যাইন্ড জাস্টিস নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। বেহালা বাজিয়ে ,ওঠগো ভারত লক্ষ্মী, সঙ্গীত পরিবেসন করেন, আদালতের নাইট গার্ড উৎপল চৌধুরী। এছাড়াও হারমনি তে অনবদ্য সুরে ,এই মনিহার আমার নাহি সাজে, সঙ্গীত পরিবেশন করেন আদালতের বড় বাবু ধ্রুব মুখার্জি।
Home রাজ্য উত্তর বাংলা বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালত ভবনের সামনে লেডি ব্লাইন্ড জাস্টিসের মূর্তির উন্মোচন হল।