বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- করম পুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায়, এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন করম পূজো কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বালুরঘাটে কয়েক হাজার আদিবাসীদের শোভাযাত্রা বের করে।
রাজি পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাট নাট্য তীর্থ মঞ্চে আয়োজিত হয় “করম পূর্ব মিলন মহোৎসব ২০২৩”। অনুষ্ঠানে অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন করম পূজো কমিটি। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে বালুরঘাট শহরে রাজী পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মহিলা পুরুষ এদিন মাদল বাজিয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে।
এদিন রাজী পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে করম পূজোয় সরকারি ছুটি ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি আদিবাসীদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, করম পুজো কমিটিগুলোকে সরকারি আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়।