বক্সিরহাট, নিজস্ব সংবাদদাতা:- পিকআপ ভ্যানের ভিতর থরে থরে সাজানো টমেটো। সেই টমেটো বোঝাই গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল প্রচুর পরিমাণ গাঁজা। ওই ঘটনায় একজনকে আটক করল পুলিশ।
জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের রামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অসম-বাংলা সীমানা লাগোয়া সংকোশ ব্রিজ এলাকায় নাকাচেকিং চালানোর সময় অসম থেকে বাংলায় প্রবেশের পথে টমেটো বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর টমেটোর আড়ালে ৫৮০ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ হারুল। তার বাড়ি উত্তর প্রদেশ। সে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের রামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অসম-বাংলা সীমানা লাগোয়া সংকোশ ব্রিজ এলাকায় নাকাচেকিং চালানোর সময় অসম থেকে বাংলায় প্রবেশের পথে ওই গাড়িটিকে আটক করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে টমেটোর আড়ালে ৫৮০ কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজাগুলি অসমের গুয়াহাটি থেকে পাচারের উদ্দেশ্যে বিহারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল পাণ্ডার খোঁজ শুরু করেছে পুলিশ।