দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ডাকে বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ। শুক্রবার দুপুর বারোটায় বুনিয়াদপুরে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় সংগঠনের পক্ষ থেকে। মূলত ল-ক্লার্কদের প্রতি বঞ্চনা বৈষম্য ও অবহেলার প্রতিবাদে এইদিন এই পথ অবরোধ কর্মসূচি বলে সংগঠনের পক্ষে থেকে জানানো হয়। দুপুর ১২ টা থেকে শুরু হওয়া এই অবরোধ ১২.৩০ মিনিট পর্যন্ত চলে। উপস্থিত ছিলেন সাংগঠনের ইউনিট সেক্রেটারি গৌতম রায়, নন্দন দাস গঙ্গারামপুর মহকুমা আদালত ইউনিট এর অফিস সম্পাদক, বিশিষ্ট লক্লাক বিকাশ দত্ত সহ অন্যান্যরা। ঐদিন দীর্ঘক্ষণ অবরোধের চেয়ে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ হয়ে যায় বুনিয়াদপুর থেকে মালদা ৫১২ জাতীয় সড়ক এবং বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ গামী রাজ্য সড়কে। অবিলম্বে লক লাগবে প্রতি বঞ্চনা প্রত্যাহার করে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
Home রাজ্য উত্তর বাংলা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির ডাকে বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ।