পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের বিষ্ণুপুর আদালত শাখা কমিটির পথ অবরোধ কর্মসূচি।

0
107

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ মাসিক ভাতা, আদালত চত্বরে বসে কাজ করার জন্য স্থায়ী জায়গা, শৌচাগার নির্মাণ, স্বাস্থ্যবীমা চালু সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস্ অ্যাসোসিয়েশান। শুক্রবার ওই সংগঠনের বিষ্ণুপুর শাখার সদস্যরা জেলা আদালত চত্বর থেকে বাইকে মিছিল করে বাঁকুড়া আমবাগ রাজ্য সড়ক ২ উপর সিদ্ধেশ্বরী কালীমন্দির সংলগ্ন এলাকায় ‘প্রতিকী’ পথ অবরোধ করেন। রাস্তার উপর পড়ে তাঁরা তাঁদের দাবির সমর্থণে স্লোগান দিতে থাকেন। এদিনের এই অবরোধের জেরে ব্যস্ততম জাতীয় সড়কে আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

আন্দোলনকারী পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস্ অ্যাসোসিয়েশানের তরফে জানানো হয়েছে, আমরা দিন রাত এক করে কাজ করি, কিন্তু কাজের নিশ্চয়তা নেই। কেউ অসুস্থ হয়ে পড়লে বা বয়সজনিত কারণে অবসর নিলে সংসার খরচ চালানোই সমস্যা হয়ে পড়ে। এই অবস্থায় ত্রুটি পূর্ণ ল-ক্লার্ক আইন সংশোধন সহ বেশ কিছু পেশাগত দাবিতে তাঁরা পথে নেমেছেন। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে তাঁরা নামবেন বলেও জানিয়েছেন।