নিজস্ব সংবাদদাতা, মালদহ:- পশ্চিমবঙ্গ ল-ক্লার্কস অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের পাশাপাশি মালদা জেলাতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পথ অবরোধ ল-ক্লার্কস অ্যাসোসিয়েশন মালদা জেলা কমিটির। এই মর্মে শুক্রবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জেলার সমস্ত ল-ক্লার্কসের কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। জানা গেছে, মোট ১১ দফা দাবি নিয়ে তাদের আজকের এই আন্দোলন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ল-ক্লার্কস act সংশোধন করতে হবে। রাইট টু act আইন প্রণয়ন করতে হবে। বিভিন্ন আদালতে বসার জন্য সরকারিভাবে জায়গা দিতে হবে।
এদিনের প্রায় আধা ঘন্টা অবরোধের জেরে মালদা শহরের পোস্ট অফিস মোড় অবরুদ্ধ হয়ে পড়ে যদিও পরিস্থিতি সামাল দিতে ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশি আশ্বাসে অবরোধ তুলে দেন আন্দোলনকারীরা।
Home রাজ্য উত্তর বাংলা মালদা জেলাতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পথ অবরোধ ল-ক্লার্কস অ্যাসোসিয়েশন মালদা জেলা কমিটির।