নিচু সেতু উপর দিয়ে বিপদজনক ভাবে বইছে জল, ছয় যাত্রী নিয়ে ট্রাক্টর পার হতে গিয়ে ট্রাক্টর ভেসে গেল জলের তোড়ে।

0
159

আবদুল হাই, বাঁকুড়াঃ বেশ কয়েকদিন টানা বৃষ্টি আর তার জেরেই বেড়েছে সব নদী নালার জলস্তর। দামোদর শাখা নদীর বক্ষে নিচু সেতুর উপর দিয়ে বিপদজনক ভাবে বইছে জল আর সেই সেতুর উপর দিয়ে পারাপার করতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল চালক সহ ৬ জন যাত্রী নিয়ে ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম লাগোয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় জলের তোড়ে ভেসে যাওয়ার ট্রাকটারে ড্রাইভার সহ ৬ জন ছিল, অবশ্য তারা প্রত্যেকে সাঁতার জানাই তেমন বিপদ ঘটেনি, প্রত্যেকের সাঁতার কেটে নদী পাড়ে উঠে আসে।

স্থানীয় মানচিত্র অনুযায়ী মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দামোদরের শাখা নদী। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই শাখা নদীর জলস্তর বিপদজনক ভাবে বৃদ্ধি পায় এবং নিচু সেতুর উপর দিয়ে প্রচন্ড গতিতে বইতে থাকে জল। আজ বেশ ঝুঁকি নিয়ে সেই জল পেরিয়েই ট্রাক্টর নিয়ে রামচন্দ্রপুর থেকে মেজিয়ার দিকে যাওয়ার চেষ্টায় ছিল এক ট্রাক্টর চালক কিন্তু অনতিদুর যাওয়ার পরেই ঘটে-বিপত্তি, আচমকা জলের তোড়ে ভেসে যাই ট্রাক্টর। জীবন বাঁচাবার তাগিদে প্রত্যেকের ট্রাক্টর থেকে ঝাঁপিয়ে সাঁতার দিয়ে উঠে আসে ডাঙ্গায় । স্থানীয়দের অভিযোগ নদী বুকে নিচু সেতুর কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদ ঘটে, অবিলম্বে এই নদী ব্রিজ উঁচু করার দাবি তোলে এলাকাবাসী।