পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার।

0
196

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলার। শুক্রবার ভোর রাতে খরিদা বাঙালি পাড়া এলাকার বাসিন্দা রুনিকা মল্লিকের ডেঙ্গুতে মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, চার দিন আগে জ্বর নিয়ে খড়গপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন ওই মহিলা। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ওই মহিলাকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। এই নিয়ে এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট চার জনের। এখনো পর্যন্ত প্রায় ৯০০ জনের কাছাকাছি ডেঙ্গু আক্রান্ত সংখ্যা। মূলতঃ খড়গপুর শহরে এই প্রথম ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় রীতিমত ভীত সন্ত্রস্ত এলাকাবাসীরা। ঘটনার খবর পাওয়ার পর থেকেই ডেঙ্গি দমনে তৎপর হয়েছে খড়গপুর পৌরসভা।