সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা।পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। আশ্বিনের ‘শারদ প্রাতে’ আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয়। দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ট উৎসব হলেও আজ তা সার্বজনীন। বাংলা ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশেও জমিয়ে পুজো দুর্গো পুজোয় মেতে ওঠেন সকলে। প্রতিবেশি দেশ বাংলাদেশেও দুর্গাপুজো হয় ধুমধাম করে। বাংলাদেশের বিভিন্ন জায়গা, পুরাতন রাজপরিবার জমিদার বাড়ি, বনেদি বাড়িগুলতে আজ পুজো হয়ে আসছে পুরাতন রীতি নীতি মেনে। তেমন ই এক পরিবার শিকদার বাড়ির দুর্গা পুজো। বাংলাদেশের বাগেরহাটে শিকদার বাড়ি পূজা। বাংলাদেশ এবং ভারতের প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গের বেশীর ভাগ মানুষের সবচেয়ে বড় উৎসব এটি। যার কারনে উন্মাদনার শেষ থাকেনা।কিন্তু ভাবতে অবাক লাগে, এশিয়ার সবচেয়ে বড় দুর্গা পুজা বাংলাদেশে হয়। হ্যাঁ, বাংলাদেশের বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গা পুজা এশিয়ার সবচেয়ে বড় দুর্গা পুজা হিসাবে স্বীকৃত।প্রতিবছর শিকদার বাড়িতে দুর্গাপ্রতিমাসহ একহাজার থেকে দুইহাজার প্রতিমা বানানো হয়। এশিয়ার সবচেয়ে বড় দুর্গা পুজা; বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গা পূজা ঐতিহাসিক আয়োজন এবং জাক-জমকপূর্ণ ভাবে পুজা আর্চনা হয়ে থাকে শিকদার বাড়ির এই শ্রী শ্রী দূর্গা মন্দিরে। অনেক দুরদুরান্ত থেকে লোকজন এই পূজামন্ডপে ভিড় জমায়।
।। ছবি ও তথ্য: সংগৃহীত গুগুল।।