দুর্গাপুজোর সূচনা লগ্নে উৎসবে গা ভাসালো কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাব, গতবারের মত এবছরও ইলিশ উৎসব পালন করল ক্লাবের সদস্যরা।

0
280

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ‘বাংলার মিষ্টি, বাংলাদেশের ইলিশ’ শীর্ষক অনুষ্ঠানে রোববার বিকেলে কলকাতার ৭৬, দেব লেনে ক্লাব প্রাঙ্গণে প্রত্যেক সদস্যর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের ইলিশ। সেই সাথে কলকাতার রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করানো হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী, সহ-সভাপতি সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুততুন্ড, ক্লাবের মুখপাত্র দীপক দেবনাথ, আহবায়ক ভাস্কর সর্দার সহ ক্লাবের সকল সদস্য রা। এছাড়া উপস্থিত ছিলেন তিন মেন্টর তপন রায়, পরিতোষ পাল এবং অমর সাহা।

এদিনের ক্লাবের ইলিশ দিয়ে সহযোগিতা করেন বাংলাদেশের পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ মো: মহিব্বুর রহমান এমপি।
মুখপাত্র বলেন “গত বছরের মতো এ বছরও আমাদের ক্লাবের সকল সদস্যদের হাতে রূপালী শস্য ইলিশ তুলে দেওয়া হয়। ইলিশ পেয়ে সদস্যরাও সন্তোষ প্রকাশ করেন। প্রতিবছরই ইলিশ উৎসবটা বিশেষ ভাবে পালন করা হয়, এ বছরও তার ব্যতিক্রম হয়নি।’