প্রতিশ্রুতি সার! দ: দিনাজপুরে কোদাল হাতে বেহাল রাস্তা সংস্কারে গ্রামবাসীরা।

0
163

দক্ষিণ দিনাজপুর, 24 সেপ্টেম্বর: – দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের লাঙ্গলভাঙ্গা গ্রামে রাস্তার একেবারেই বেহাল দশা যে কারণে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ১ নং আকচা গ্রাম পঞ্চায়েতের লাঙ্গলভাঙ্গা গ্রামের প্রায় আধ কিলোমিটার রাস্তার একেবারেই বেহাল দশা
গ্রামবাসীরা বারংবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রাস্তা সংস্কারের জন্য। গ্রামের রাস্তা এখনোও কাঁচা। বর্ষার সময় যাতায়াতে একেবারে অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। এই রাস্তা দিয়েই গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায় । গ্রামবাসীরা বারংবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রাস্তা সংস্কারের জন্য। কিন্তু প্রশাসন তাদের দিকে ফিরেও তাকায়নি বলে অভিযোগ করলেন গ্রামের বাসিন্দা কাশেম আলী।

ভোটের সময় রাজনৈতিক নেতারা আসেন, প্রতিশ্রুতি দেন, ভোট ফুরালেই তাঁদের আর দেখা মেলে না, এমনই অভিযোগ করলেন গ্রামের বাসিন্দারা। বাধ্য হয়েই এবার রাস্তা সারাইয়ের কাজে দল বেঁধে নেমে পড়লেন গ্রামের মানুষজন। গ্রামের মানুষেরাই ঝুড়ি, কোদাল নিয়ে নিজেদের রাস্তা মেরামত করতে শুরু করলেন।
কাশেম আলি নামে এক গ্রামবাসী বলেন, ‘এই রাস্তা চলার অযোগ্য। আমাদের গ্রাম কৃষি নির্ভর ,সকালে উঠেই সবজি নিয়ে বাজারে যেতে হয় বিক্রির উদ্দেশ্যে কিন্তু এই রাস্তা যাওয়ার অযোগ্য, এমনই অভিযোগ করেন তিনি।
তিনি আরোও বলেন,
অনেকবার অনেক জায়গায় জানিয়েছি, লাভ হয়নি।এমনকি আমরা বিধায়ক থেকে শুরু করে জেলা সহ-সভাধিপতি অম্বরিশ সরকারকেও জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এবার নিজেরাই রাস্তা ঠিক করতে নেমেছি’।

এই প্রসঙ্গে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় জানান, পথশ্রী প্রকল্পের মাধ্যমে অনেক রাস্তার কাজ করা গেলেও এই রাস্তা হয়নি। আগামী পাঁচ বছরের মধ্যে এই রাস্তা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যদিও নিজ উদ্যোগে রাস্তা সারাইয়ের কাজকে সাধুবাদ জানিয়েছেন বিধায়িকা।