প্রায় ৪০০ বছর ধরে এখানে দেবী দুর্গা কাত্মায়নী রুপে পুজিত হয়ে আসছেন।

0
212

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরে বনেদি বাড়ির পুজোর মধ্যে বড় গোস্বামী বাড়ির পুজো এক ভিন্ন রূপে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। প্রায় ৪০০ বছর ধরে এখানে দেবী দুর্গা কাত্যায়নী রূপে পুজিত হয়ে আসছেন। জানা যায় বড় গোস্বামী বাড়ির গৃহ দেবতা অর্থাৎ হাজার বছরের পুরনো রাধারমন জিউ মন্দির থেকে অন্তর্হিত হয়ে যায় কোথাও সন্ধান না পাওয়ায় নিরাশ হয়ে পড়েন পরিবারের গৃহিণীরা । পরিবারের পক্ষ থেকে জানা যায় উল্লেখ রয়েছে যে শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ কে পেতে গোপিনীরা দেবী কাত্যায়নী ব্রত করেছিলেন, সেই ভাবনা থেকে বড় গোস্বামী বাড়ির গৃহিণীরা রাধারমন জিউর মন্দিরের সামনে ধরনায় বসেন পাশাপাশি কাত্যায়নী দেবীর ব্রত শুরু করেন। এই ব্রত শুরু করার তিন দিন পর পরিবারের দাবি সেই রাধারমন বিগ্রহ খুঁজে পাওয়া যায়। এরপর থেকেই বড় গোস্বামী বাড়ির তে শুরু হয় দেবী কাত্যায়নীর আরাধনা। জানাযায় এই মূর্তি গড়া শুরু হয় রথযাত্রা থেকে। এই দেবী মূর্তির ,কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দেবীর বিপরীত দিকে অবস্থান করেন পাশাপাশি এখানে শ্বেত অশ্মকৃতি সিংহ রয়েছে এবং এই দেবীর আটটি হাত ছোট এবং দুটো হাত বড়। যেহেতু এখানে দেবী বৈষ্ণব মতে পুজিত হন তাই দেবীর এই ভিন্ন রূপ বলে জানা যায়। তবে এই পরিবারের আত্মীয়-স্বজন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও এই পুজোকে উপভোগ করতে সকলেই বাড়িতে ফিরে আসেন