রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিস্তীর্ণ এলাকা।

0
171

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর :-  রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু জায়গায় রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টি কমার কোনও লক্ষণ দেখা যায়নি।উত্তরবঙ্গের সর্বত্র প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলি কার্যত ফুঁসছে। কুশমন্ডির কোথাও কোথাও রাজ্য সড়কের উপর দিয়ে জল বয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন হয়ে পড়েছে কুশমন্ডি ব্লকের বিভিন্ন গ্রামও। টাঙ্গন নদীতে জল বিপদসীমা অতিক্রম করেছে।

টানা মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রায় কুশমন্ডি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কার্যত জলবন্দি হয়ে পড়ে।

এই প্রবল বর্ষণের ফলে কুশমন্ডি ব্লকের শিবকৃষ্ণপুর ও রামপুর সংলগ্ন এলাকায় বাঁধ ভেঙ্গে যায়। স্থানীয়রা বাঁধ মেরামতির কাজে হাত লাগায়।বাঁধ পরিদর্শনে আসেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও কুশমন্ডি থানার আইসি তপন পাল, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, কুশমন্ডির বিডিও অমর জ্যোতি সরকার ও আরোও সরকারি কর্মকর্তারা।
বাঁধ পরিদর্শনে এসে জেলাশাসক জানান, বন্যা পরিস্থিতি বিষয়ে জেলা প্রশাসন সক্রিয় রয়েছে। গোটা জেলার পরিস্থিতির উপর নজর রেখে চলেছে জেলা প্রশাসন। গোটা জেলা আমরা পরিদর্শন করছি। বিপর্যয় মোকাবিলা দপ্তর এ ব্যাপারে সক্রিয় রয়েছে।

অপরদিকে জেলা শাসক কে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন। জালালুদ্দিন নামে এক গ্রামবাসী জানান, এরকম বন্যা পরিস্থিতিতে আমরা খুব বিপদে আছি। কখন কি হবে আমরা নিজেরাও বলতে পারব না। বাঁধের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের থাকার স্থান পর্যন্ত নেই আমরা কখনো বাঁধে বা কখনো বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছি।সামনেই স্কুল আর বাঁধের এইরকম অবস্থা, ছাত্রছাত্রীরা স্কুল যেতেও ভয় পাচ্ছে।