রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন পুরাতন মালদার ভাবুক ও মহিষবাথানি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা।

0
100

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাতভর টানা বৃষ্টির জেরে জলমগ্ন পুরাতন মালদার ভাবুক ও মহিষবাথানি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন গ্রামীন সড়ক। সমস্যাই বহু মানুষজন। ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার হচ্ছেন বাসিন্দারা। গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে ভাবুক অঞ্চলের মহাজিবনগর দোখারিয়া এলাকা জলমগ্ন কার্যত রাস্তা দিয়ে বইছে জল।
৮ মাইল লালদীঘি গামী মহাজিবনগর এলাকার গ্রামীণ সড়কের ওপর দিয়ে বইছে জল। পাশেই রয়েছে একটি খাঁড়ি তবে লাগাতার ভারী বর্ষণের ফলে খাঁড়ির জল উপচে পড়ছে রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের জানান, এবছর রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে জলমগ্ন গ্রামীণ সড়কগুলো যার ফলে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তবে এখনো পর্যন্ত স্থানীয় পঞ্চায়েত প্রধানের তরফে কোন মাইকিং সতর্কতা করা হয়নি। পাশাপাশি ওই এলাকা চত্বর জুড়ে স্থানীয় মানুষদের আনাগোনা চোখে পড়ে এবং বৃষ্টির জলের মধ্যে জাল ফেলে মাছ ধরা লক্ষ্য করা যায়।