আগামী ১ লা অক্টোবর কোচবিহার শিল্প সংসদের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে রবীন্দ্র ভবনে।

0
303

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  আগামী ১ লা অক্টোবর কোচবিহার রবীন্দ্র ভবন স্থানে অনুষ্ঠিত হতে চলেছে কোচবিহার শিল্প সংসদের বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন এ বিষয়কে নিয়ে কোচবিহার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে কোচবিহার শিল্প সংসদ। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার শিল্প সংসদের সম্পাদক সৌরভ ভট্টাচার্য, সংস্থার এক্সিকিউটিভ সুখদেব নাথ, অরুপ রায়, অভিজিৎ ভট্টাচার্য, মেঘনা দত্ত রায়, শর্বাণী ভট্টাচার্য, মৌসুমি চ্যাটার্জি সহ অন্যান সদস্যরা।
এদিন জেলা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার শিল্প সংসদের সম্পাদক সৌরভ ভট্টাচার্য জানান, আমরা প্রতিবছরের মতো এবছর কোচবিহার শিল্পী সংগঠন প্রতিবছরের ন্যায় পয়লা অক্টোবর রবীন্দ্রভবনে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান। ওই বর্ষপূর্তি অনুষ্ঠান বিগত কয়েক বছর ধরেই সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপ করে আসছে। এবার আমরা বর্ষপূর্তি অনুষ্ঠানটি রবীন্দ্র ভবনে করছি। এবছর এই বার্ষিক অনুষ্ঠানে সংস্থার নৃত্যকলা, সংগীতকলা যেমন রয়েছে তারই পাশাপাশি আমরা কলকাতা থেকে আমন্ত্রণ জানিয়েছি চাকদাহ নাট্যজন। যেখানে নাটক করতে উপস্থিত হবেন চলচ্চিত্র জগতের অন্যতম শিল্পী প্রদীপ ভট্টাচার্য, কমল চ্যাটার্জী, সুমন পাল সহ অন্যান্য যারা রয়েছে নাটকের কলা কৌশলীরা।
এবিষয়ে তিনি আরও জানান, এবছর আমরা শিল্পী সংসদ শারদ সম্মাননা দিচ্ছি। এবার কোচবিহার শিল্পী সংসদ স্মারক সম্মাননা পাচ্ছেন খুদে বিজ্ঞানী পুন্ডিবাড়ীর জিডিএল হাইস্কুলের ছাত্রী জয়িতা দেবনাথকে পাশাপাশি আমরা দিচ্ছি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশের মুখ উজ্জ্বল করে আসা প্রবীন ক্রীড়াবিদ প্রলয় ব্যানার্জি এবং কোচবিহারের প্রতিষ্ঠিত সংগীত শিল্পী আমাদের সংস্থার সদস্য সন্তোষ মজুমদারকে আমরা এবছর সম্মাননা দিচ্ছি।